গানারদের এই জয় আরেকটি সুখবরও উপহার দিয়েছে ইংলিশ ফুটবলকে। আর্সেনাল ম্যাচটি জিততেই যে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের পাঁচটি ক্লাবের খেলা নিশ্চিত হলো। সংখ্যাটা সাতও হয়ে যেতে পারে। এবার ইংল্যান্ডের চারটি ক্লাব ছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে।
চ্যাম্পিয়নস লিগে বাড়তি একটি জায়গা নিশ্চিত করতে এ সপ্তাহে উয়েফার যেকোনো টুর্নামেন্টে ইংলিশ ক্লাবগুলোর দরকার ছিল মাত্র একটি জয়। প্রথম সুযোগেই আর্সেনাল কাজটা করে ফেলল। আর্সেনালের এই জয়ে নিশ্চিত হয়েছে উয়েফা কোএফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের শীর্ষ দুইয়ে থাকা।
৩৬ দলের পরিবর্ধিত ও পরিবর্তিত কাঠামোর চ্যাম্পিয়নস লিগে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দুটি দেশের পাঁচটি করে ক্লাব সুযোগ পায়। এবার যেমন এই সুযোগ পেয়েছে ইতালি ও জার্মানি। ইতালির বোলোনিয়া ও জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড সিরি‘আ’ ও বুন্দেসলিগায় পঞ্চম হয়ে সুযোগ পেয়েছে এবারের চ্যাম্পিয়নস লিগে।

কোএফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের হিসাব করা হয় ক্লাবগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে। ইউরোপীয় প্রতিযোগিতায় প্রতিটি জয়ের জন্য ২ ও ড্রয়ের জন্য ১ পয়েন্ট যোগ হয় হিসাবে। চ্যাম্পিয়নস লিগের দলগুলোর জন্য বোনাস পয়েন্টও আছে। একটি দেশের সব কটি ক্লাবের পাওয়া পয়েন্ট যোগ করার পর ক্লাবের সংখ্যা দিয়ে ভাগ করে বের করা হয় কোএফিশিয়েন্ট পয়েন্ট।
গতকাল পর্যন্ত এবারের চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে ইংল্যান্ডের সাতটি ক্লাবের বোনাসসহ মোট পয়েন্ট ১৬৯.৭৫০। সাত দিয়ে ভাগ করায় কোএফিশিয়েন্ট পয়েন্ট ২৪.৫৩৫।